ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যকর্মীসহ ১১ জন করোনায় আক্রান্ত

প্রকাশ | ০২ জুন ২০২০, ০৮:৫৮

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস

ঠাকুরগাঁওয়ে দুইজন স্বাস্থ্যকর্মীসহ ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২২ জনে।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার।

আক্রান্ত দুইজন স্বাস্থ্যকর্মীর মধ্যে একজন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের সেনিটারি ইন্সপেক্টর ও অপরজন প্যাথলজিস্ট। তারা করোনা আক্রান্ত রোগীদের নমুনা সংগ্রহ করতেন।

আক্রান্তের মধ্যে ৬ জন পুরুষ ও ৫ জন নারী। তাদের বয়স যথাক্রমে ২৭ থেকে ৮৬ বছরের মধ্যে।

সিভিল সার্জন জানান, শনাক্ত হওয়া ১১ জনের মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ৭ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ০৩ জন ও হরিপুর উপজেলায় ০১ জন রয়েছে।

মাহফুজুর রহমান আরও জানান, দুই স্বাস্থ্যকর্মী আক্রান্ত অন্যরা করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ঢাকা থেকে এসেছেন। খবর পেয়ে ২৯ মে তাদের নমুন সংগ্রহ করে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজে পাঠানো হয়। পরীক্ষা নিরিক্ষা শেষে ফলাফলে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ধরা পড়ে। নতুন আক্রান্তদের আইসোলেশনে নিয়ে চিকিৎসা দেয়া হবে।

ঠাকুরগাঁও জেলা থেকে এক হাজার ৬৫৮ জনের নমুনা ঢাকা, রংপুর ও দিনাজপুরে পরীক্ষার জন্য পাঠনো হয়েছে। এর মধ্যে এক হাজার ৪৮৫ জনের ফলাফল পাওয়া গেছে। আর গত ২৪ ঘণ্টায় ৯৩ জনের নমুনা পরীক্ষার জন্য দিনাজপুরে পাঠানো হয়েছে ।

ঢাকাটাইমস/২জুন/প্রতিনিধি/এমআর