এলোমেলো চুলের জন্য কারিনার পরামর্শ

প্রকাশ | ০২ জুন ২০২০, ১০:৩৪ | আপডেট: ০২ জুন ২০২০, ১০:৩৯

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস

বলিউডের ফ্যাশন আইকন কারিনা কাপুর। হেয়ার স্টাইলেও ভীষণ ট্রেন্ডি এই অভিনেত্রী। চুলকে নানা রূপে সাজিয়ে নিতে খুবই পটু তিনি।


এলোমেলো চুলও ঝটপট বৈচিত্র্যময় ঢঙে সাজিয়ে নেন। যদি হঠাৎ কোন পার্টিতে যেতে হয় কিংবা হাতে সময় একদমই না থাকে তাহলে কারিনা কাপুর খানের 'ব্যাক বান' নামক সেই চমকপ্রদ  চুলের সাজে নিজেকে সাজাতে পারেন।

প্রথমেই এলোমেলো চুলগুলো যদি জটযুক্ত থাকে তাহলে সিরাম স্প্রে করতে পারেন বা চিরুনি দিয়ে ধীরে ধীরে জড়িয়ে নিতে পারেন।

এরপর সময় এর উপর নির্ভর করে চুলগুলো সোজা করে নিতে পারেন। এজন্য স্টাইলিং ব্রাশ বা স্ট্রেইটনার ব্যবহারে সহজেই চুল মসৃণ ও সোজা হয়ে যাবে।

তবে চুল যদি কিছুটা শুকনো আর কিছুটা তৈলাক্ত থাকে তাহলে জেল ব্যবহার করে নিবেন।

এবার মসৃণ ঝরঝরে চুলগুলো পিছনে ছুটি করুন এবং একটি পনিটেল করুন। এটি একটি ইলাস্টিক ব্যান্ড দিয়ে বেঁধে রাখুন।

শেষে পনিটেলটি মোচড় দিয়ে পিছনে একটি খোপা বা বান তৈরি করতে পারেন। আর খোঁপাটি যাতে নড়েচড়ে না যায় সেজন্য কিছু তিন ব্যবহার করুন চুলের মধ্যে। চুলের সেট হয়ে যাওয়ার পর স্প্রে করে দিন। যাতে চুলগুলো উড়োউড়ি না করে।

প্রতিদিন একইভাবে চুল ছেড়ে রাখতে রাখতে সাজে একঘেয়েমি চলে আসলে এভাবেই ব্যাক বান করে নিতে পারেন কারিনা কাপুরের মতো। ফলে সময় যেমন বাঁচবে তেমনি এলোমেলো চুল নিয়েও আর চিন্তা নেই।

(ঢাকাটাইমস/০২জুন/টিএটি)