ন্যাশনাল ব্যাংকের খোয়া যাওয়া ৬০ লাখ টাকা উদ্ধার

প্রকাশ | ০২ জুন ২০২০, ১১:০৭ | আপডেট: ০২ জুন ২০২০, ১১:১৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর কোতয়ালি এলাকা থেকে ন্যাশনাল ব্যাংকের খোয়া যাওয়া ৮০ লাখ টাকার মধ্যে ৬০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। চারটি বস্তার মধ্যে টাকাগুলো রাখা ছিল। ওই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার সকালে ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদেবার্তায় এই তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, কোতয়ালি থানার ইসলামপুর শাখার ন্যাশনাল ব্যাংক হতে ৮০ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৬০ লক্ষ টাকা উদ্ধার ও দুটি বিদেশি অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি। এ বিষয়ে বিস্তারিত ব্রিফিং করে গণমাধ্যমে জানানো হবে।

১১মে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের একজন কর্মকর্তাসহ চারজন পুরান ঢাকার বিভিন্ন শাখা থেকে টাকা উত্তোলন করে গাড়িতে করে মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের দিকে রওনা হয়। এর মধ্যে ৮০ লাখ টাকার চারটি বস্তা গাড়ি থেকে খোয়া যায়। পরের দিন পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ওই গাড়ির দায়িত্বে থাকা ন্যাশনাল ব্যাংকের একজন নির্বাহী কর্মকর্তা, গাড়িচালক ও দুজন নিরাপত্তাকর্মী আটক করে। মামলার আসামি না হলেও সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়।

(ঢাকাটাইমস/০২জুন/এসএস/এমআর)