স্যামসাং ফোন থেকে উধাও ‘এস ভয়েস’

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ জুন ২০২০, ১১:০৭

ঘোষণা করা হয়েছিল আগেই এবার ঘোষণা বাস্তবায়িত হলো। ১ জুন থেকে বন্ধ হয়ে গেল স্যামসাং স্মার্টফোনের বিশেষ ফিচার।

স্যামসাং এস ভয়েস

বিক্সবি লঞ্চের পর স্যামসাং এস ভয়েসের প্রয়োজনীয়তা ফুরিয়েছে অনেক আগেই। এ বার আনুষ্ঠানিক ভাবে স্যামসাং স্মার্টফোনে বন্ধ করে দেওয়া হল এই পরিষেবাটি।

স্যামসাংয়ের যে সমস্ত ফোনগুলোতে এই এস ভয়েস এখনও কাজ করে সেই ফোনের মডেলগুলোর নামের তালিকা নিজেদের সাপোর্ট পেজে প্রকাশ করেছে সংস্থা।

Samsung-এর সাপোর্ট পেজে প্রকাশিত ফোনের মডেলগুলোরর মধ্যে রয়েছে, Galaxy A3, Galaxy A5, Galaxy A7, Galaxy A8, Galaxy A9, Galaxy Note2, Galaxy Note3, Galaxy Note4, Galaxy Note5, Galaxy Note FE, Galaxy S7, Galaxy S7 edge, Galaxy S5, Galaxy S6, Galaxy S6 edge, Galaxy S4, Galaxy S3, Gear S, Gear S2, Galaxy Watch, Galaxy Watch Active, Gear S3, Gear Sport.

স্যামসাং এস ভয়েস-এর সাহায্যে কলিং, রিমাইন্ডার সেট করার মতো বেশ কিছু কাজ করা যেত সহজেই। একই সঙ্গে এটি ব্যবহারকারীদের সময়ও বলে দিত। কোনও বিষয়ে ইন্টারনেটে সার্চ করতে চাইলে এস ভয়েসের সাহায্যে নির্দেশও দেওয়া যেত। তবে পরবর্তীকালে গ্যালাক্সি এস এইটের সঙ্গে ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসাবে বিক্সবি লঞ্চ করেছিল স্যামসাং।

(ঢাকাটাইমস/২মে/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :