দিশেহারা টাঙ্গাইলের কৃষকরা

প্রকাশ | ০২ জুন ২০২০, ১২:৪৮

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল

গত কয়েকদিনের টানা বৃষ্টিতে টাঙ্গাইলের বাসাইল ও মির্জাপুর উপজেলাসহ জেলার নিম্নাঞ্চলের জমিগুলোর বোরো ধান পানিতে তলিয়ে গেছে। পানিতে তলিয়ে যাওয়া এসব ধান কাটার জন্য পাওয়া যাচ্ছেনা শ্রমিক। দুই একজন পাওয়া গেলেও তাদের জন প্রতি মজুরি দিতে হচ্ছে আটশ থেকে হাজার টাকা। যা এক মণ ধানের দামের চেয়ে বেশি। এ অবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন জেলার কৃষকরা।

বাসাইল উপজেলার মটেশর গ্রামের কৃষক নুরুল ইসলাম বলেন, ‘আমি প্রায় তিন একর জমি বর্গা নিয়ে বোরো আবাদ করেছি। এবার ফলনও ভালো হয়েছিল। প্রায় এক একর জমির ধান কয়েকদিন আগে কেটেছি। কিন্তু দুইদিনের মধ্যে ক্ষেতে পানি এসে বাকি জমির ধান তলিয়ে গেছে। শ্রমিকের অভাবে ধানগুলো কাটতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘আমরা গরিব মানুষ। জমি বর্গা নিয়ে আবাদ করি। তিন একর জমিতে প্রায় ৮০ হাজার টাকার মতো খরচ হয়েছিল। এই ক্ষতি পুষিয়ে নেওয়ার মতো আমার কোনও উপায় নেই।’

একই এলাকার কৃষক মোমরেজ আলী বলেন, ‘আমার প্রায় চার একর জমির বোরো ধান পানিতে তলিয়ে গেছে। এ পর্যন্ত দুই একর জমির ধান পানি থেকেই কেটেছি। শ্রমিকরা পানিতে ধান কাটতে চাচ্ছে না। এছাড়া শ্রমিকদের আটশ থেকে হাজার টাকা করে মজুরি দিতে হচ্ছে।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক ইসমাইল হোসেন জানান, এবার জেলায় এক লাখ ৬৯৫২৯ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে ৭০ ভাগ ধান কাটা শেষ হয়েছে। তবে জেলার বাসাইল ও মির্জাপুর উপজেলার নিম্নাঞ্চলে ১১০ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। কোনও কোনও কৃষক পানির নিচ থেকেই এসব ধান কাটার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ঢাকাটাইমস/২জুন/পিএল