তাড়াশে জলাবদ্ধতায় জনদুর্ভোগ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ জুন ২০২০, ১৩:২৪

সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকার খুটিগাছা গ্রামের রাস্তায় জলাবদ্ধতার কারণে ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে এলাকার মানুষসহ যানবাহনগুলোর। এতে জনদুর্ভোগ চরমে উঠেছে। এ দুর্ভোগ লাগবে গ্রামবাসীর পক্ষ থেকে রাস্তা সংস্কারের জন্য গত ১৭ মে পৌর প্রশাসক বরাবর আবেদনও জানানো হয়েছে।

ওই গ্রামের ফিরোজ আহমেদ, মজনু সরকার, মেহেদী হাসান ও ইব্রাহিম সরকার বলেন, ‘এ রাস্তা দিয়ে হাজার হাজার মণ ধান উপজেলার বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। তাই এ রাস্তাটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে জলাবদ্ধতার কারণে রাস্তাটির অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে। তাই এর সংস্কার করা দরকার।’

এ বিষয়ে পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল আজিজ খান জানান, পৌর এলাকার ৩০০/৫০০/৬০০ ফিট রাস্তার প্রচুর আবেদন এসেছে। আগামীতে যখন টেন্ডার হবে তখন এলাকার কাউন্সিল প্রস্তাব দিলে প্রয়োজন বুঝে কাজ করা হবে।

ঢাকাটাইমস/২জুন/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :