বেসরকারি খাতের সহায়তায় অর্থায়ন বাড়িয়েছে এডিবি

প্রকাশ | ০২ জুন ২০২০, ১৪:৪২

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশে বেসরকারি খাতকে সহায়তার জন্য ট্রেড ফিন্যান্স প্রোগ্রাম (টিএফপি) সম্প্রসারণ করতে আর্থিক সীমা বাড়িয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

গত বছরের শেষের দিকে ৫১৮ মিলিয়ন ডলার থেকে বাড়িয়ে আর্থিক সীমা ৭৫৫ মিলিয়ন ডলার করেছে এডিবি।

আজ মঙ্গলবার এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এডিবি জানায়, টিএফপি বাংলাদেশের ১২টি ব্যাংকের সঙ্গে কাজ করছে। এটি মূলত বেসরকারি খাতের মূলধন পরিচালনা এবং বাণিজ্যকে ঋণ সহায়তা দিতে কাজ করে।

এডিবি কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, বাংলাদেশে বেসরকারি খাতের ঋণের প্রাপ্যতা, টিএফপির বর্ধিত সীমা তারল্য বাড়াবে। ব্যবসা বৃদ্ধিতে সহায়তা করবে, রপ্তানি ও আমদানি বাড়িয়ে তুলবে, চাকরি বাড়বে এবং অর্থনৈতিক বৃদ্ধি ও বিকাশে অবদান রাখবে।

মনমোহন প্রকাশ আরও বলেন, এ কর্মসূচি মোট ৮২৪ মিলিয়ন ডলারের বাণিজ্যকে সাপোর্ট করেছে। যার মধ্যে ৭৮ শতাংশ লেনদেন হয়েছে বেসরকারি খাতের মাধ্যমে। ১ হাজার ৩৬৭টি লেনদেন হয়েছে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। যেহেতু সাধারণত ১৮০ দিনের মধ্যে বাণিজ্য লেনদেন শুরু হয় এবং শেষ হয়। ৭৫৫ মিলিয়ন ডলার এক বছরে বাংলাদেশ বাণিজ্যকে ১ বিলিয়ন ডলারের নিয়ে যেতে অবদান রাখবে।

(ঢাকাটাইমস/২জুন/আরএ/এমআর)