নির্মাণাধীন ভবনে ডেঙ্গুর লার্ভা, জরিমানা

প্রকাশ | ০২ জুন ২০২০, ১৮:৪৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

নির্মাণাধীন ভবনে ডেঙ্গুর লার্ভা পাওয়া যাওয়ায় ভবন মালিক জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার ডিএনসিসির বাড্ডা এলাকায় অভিযানকালে এই জরিমানা করা হয়।

করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীন অভিযানটির নেতৃত্ব দেন।

অভিযানকালে বাড্ডা এলাকার মোট ১১টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। এসময় একটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যায়। ভ্রাম্যামাণ আদালত ভবন মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে। 

এছাড়া কিছু ভবনে জমে থাকা বৃষ্টির পানি ও ময়লা-আবর্জনা পাওয়ায় তৎক্ষণিকভাবে অপসারণের নির্দেশ দিয়ে সতর্ক করা হয়। 

প্রসঙ্গত, এডিস মশা নিয়ন্ত্রণে গত ১০ মে থেকে ডিএনসিসির পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ পর্যন্ত মোট চার লাখ ২৬ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।

এডিস মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/০২জুন/কারই/জেবি)