জয়পুরহাটের মসজিদগুলো পাচ্ছে প্রধানমন্ত্রীর অনুদান

প্রকাশ | ০২ জুন ২০২০, ১৮:৫১

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

জয়পুরহাট সদর উপজেলার মসিদগুলোকে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত আর্থিক অনুদান। মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ সংশ্লিষ্টদের আর্থিক অসচ্ছলতা দূরীকরণে দেওয়া হচ্ছে এ অনুদান। মঙ্গলবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে মসজিদ পরিচালনা পর্ষদ সভাপতির হাতে এ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়।

তিনি জানান, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব অনুসরণসহ নানা কারণে উপজেলার মসজিদগুলোতে মুসল্লিরা স্বাভাবিকভাবে ইবাদত করতে পারছেন না। এতে দানসহ অন্যান্য সাহায্য কমে যাওয়ায় মসজিদের আয় কমে গেছে। ফলে মসজিদের দৈনন্দিন ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় মসজিদগুলোর আর্থিক অসচ্ছলতা দূর করতেই প্রধানমন্ত্রী এ অনুদান দিয়েছেন। আগামী তিনদিনের মধ্যে সদর উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের ৬৯৯টি মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ সংশ্লিষ্টদের এ অর্থ বিতরণ করা হবে বলে জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা রহমান বিথী, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি নৃপেন্দ্রনাথ মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান রনি, দোগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুরুল ইসলামসহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাগণ।

ঢাকাটাইমস/২জুন/পিএল