আগুনে ৫ মৃত্যু: ইউনাইটেড কর্তৃপক্ষের ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট

প্রকাশ | ০২ জুন ২০২০, ১৮:৫৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে আগুনে ৫ জনের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ঘটনার ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এতে আগামী ১৪ জুনের মধ্যে লিখিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একইসঙ্গে ওই ঘটনায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষ ও রাজউকের কাছে পৃথক পৃথক রিপোর্ট চেয়েছেন আদালত।

এছাড়াও ঘটনার স্বীকার কোনো ভুক্তভোগী পরিবারের সদস্যরা হাইকোর্টে এসে ক্ষতিপূরণের আবেদন করলে সে বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মুনতাসির উদ্দিন আহমেদ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

গত ৩০ মে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এসি বিস্ফোরণের আগুনে পাঁচজনের মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে রিটটি দায়ের করা হয়।

(ঢাকাটাইমস/২ জুন/এআইএম/ইএস)