কোহলিকে দেখে লজ্জা পেয়েছিলেন তামিম!

প্রকাশ | ০২ জুন ২০২০, ১৯:১৮

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ভারতীয় ক্রিকেটের ‘ফিটনেস বিপ্লব’ প্রভাব ফেলেছে বাংলাদেশের ক্রিকেটেও। একথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলেল নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

ভারতীয় ক্রিকেট ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকারের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কথা বলার সময়ে বাঁ-হাতি ওপেনার বলছেন, ‘ভারত আমাদের প্রতিবেশী দেশ। ভারতে কী হচ্ছে, সেদিকে আমরা নজর রাখি। যে মুহূর্তে ভারতীয় ক্রিকেট ফিটনেসের উপরে জোর দিল সঙ্গে সঙ্গেই তার প্রভাব পড়ল বাংলাদেশের ক্রিকেটেও।’

বাংলাদেশের ক্রিকেটাররাও ফিটনেস বাড়ানোর দিকে নজর দেন। বাংলাদেশের ক্রিকেটাররা আগের থেকে এখন অনেক ফিট।

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির ফিটনেস সম্ভ্রম জাগানোর মতোই। যত দিন যাচ্ছে কোহলি নিজেকে আগের থেকেও বেশি ফিট করে তুলছেন। ফিটনেসের জন্য প্রচণ্ড পরিশ্রম করছেন কোহলি। ভারতীয় অধিনায়ককে জিমে ঘাম ঝরাতে দেখে রীতিমতো লজ্জা পেয়ে গিয়েছিলেন তামিম। সে কথা গোপনও করেননি তিনি লাইভ চ্যাটে।

তামিম বলেছেন, ‘দু-তিন বছর আগে বিরাট কোহলিকে ফিটনেস নিয়ে খাটতে দেখে আমি লজ্জা পেয়ে গিয়েছিলাম। বিরাটকে দেখে মনে মনে বলেছিলাম, বয়সের দিক থেকে আমরা দু’জনে প্রায় সমসাময়িক। অথচ সাফল্য পাওয়ার জন্য ও কীরকম খাটছে। ও যতটা খাটে আমি তার অর্ধেকও পরিশ্রম করি না। কোহলির সমান আমি না হতে পারি, ওর পথ তো অনুসরণ করাই যায়।’

(ঢাকাটাইমস/২ জুন/এসইউএল)