চাঁদপুরে হাসপাতালের তত্ত্বাবধায়কসহ নয়জনের করোনা শনাক্ত

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০২ জুন ২০২০, ১৯:৫৭ | প্রকাশিত : ০২ জুন ২০২০, ১৯:৫৬

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ও স্বাস্থ্যকর্মীসহ আরো নয়জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে পাঁচজন, ফরিদগঞ্জ উপজেলায় দুজন এবং হাজীগঞ্জ উপজেলায় দুজন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১৯ জনে।

নতুন শনাক্তদের মধ্যে চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিব উল করিম এবং চাঁদপুর সদর উপজেলা ও ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের দুই স্বাস্থ্যকর্মী রয়েছেন।

চাঁদপুর সিভিল সার্জন শাখাওয়াত উল্লাহ বলেন, সোমবার রাত ও মঙ্গলবার বিকালে ৩৪টি রিপোর্ট আসে। সেখানে নয়জনের করোনা শনাক্ত হয়। বাকি ২৫টি নেগেটিভ। জেলায় এ যাবত করোনাভাইরাসে ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চাঁদপুর সদরে পাঁচজন, কচুয়ায় চারজন, ফরিদগঞ্জে চারজন, হাজীগঞ্জে দুজন, শাহরাস্তিতে একজন এবং মতলব উত্তরে দুজন।

(ঢাকাটাইমস/২জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :