পুলিশ-ফায়ারকর্মীসহ ফরিদপুরে আরও ৩০ জন করোনায় আক্রান্ত

প্রকাশ | ০২ জুন ২০২০, ২১:৪০

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীসহ গত ২৪ ঘন্টায় আরও ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুর জেলায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩৫১ জন।

মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজের করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে এ তথ্য জানা গেছে।

ফরিদপুরে নতুন করে যে ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে ভাঙ্গায় ১১, ফরিদপুর সদরে ৯, সদরপুরে ৩, মধুখালী ও নগরকান্দায়  ২ জন করে এবং সালথা, চরভদ্রাসন ও আলফাডাঙ্গায় ১ জন করে।

ফরিদপুরের সালথায় করোনা শনাক্ত হয়েছে ৪৭ বছর বয়সী দমকল বাহিনীর এক কর্মীর। অপরদিকে ভাঙ্গায় ৩৬ বছর বয়সী এক পুলিশ কনস্টেবলের করোভবাইরাস শনাক্ত হয়েছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মাহফুজুর রহমান বুলু জানান, মঙ্গলবার ফরিদপুর ও গোপালগঞ্জের মোট ২৬৫  জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হয়েছে ৬১ জনের। এর মধ্যে ফরিদপুরের  ৩০,  গোপালগঞ্জে ২৭ জন ও মাদারীপুরের ৪ জন।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ফরিদপুর সদর, ভাঙ্গা, চরভদ্রাসন, সদরপুর, সালথা, মধুখালী, নগরকান্দা ও আলফাডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে যে ৩০  জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের প্রত্যেকের বাড়ি বিচ্ছিন্ন করা হয়েছে।

(ঢাকাটাইমস/২জুন/এলএ)