ময়মনসিংহে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

প্রকাশ | ০২ জুন ২০২০, ২১:৪১

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকটাইমস

ময়মনসিংহের গফরগাঁওয়ে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক যুবকের (৩২) মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পাগলা থানাধীন পাগলা গ্রামের কোনাপাড়া এলাকার বেপারী বাড়ির বাসিন্দা ছিলেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।

স্থানীয় দত্তেরবাজর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকসানা বেগম জানান, মৃত ওই যুবক নারায়নগঞ্জের একটি পোশাক কারখানায় কাজ করতেন। তিনি গত ২৩ মে নারায়নগঞ্জ থেকে জ্বর ও কাশি নিয়ে এলাকায় আসেন। বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। দিন দিন তার অবস্থা খারাপ হতে থাকে। প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হওয়ায় আজ মাইক্রোবাসযোগে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাইন উদ্দিন খান মানিক জানান, বিশেষ ব্যবস্থায় ওই যুবকের দাফনের ব্যবস্থা করা হবে। এছাড়া তার সংর্স্পশে যারা ছিলেন তাদের নমুনা পরীক্ষা করা হবে।

ঢাকাটাইমস/২জুন/পিএল