সিংড়ায় এডিস মশা মারছেন মেয়র

প্রকাশ | ০২ জুন ২০২০, ২২:০৮

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস

করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি ডেঙ্গু রোগের বাহক এডিস মশা নিধন অভিযান শুরু করেছে নাটোরের সিংড়া পৌরসভা। মঙ্গলবার বিকাল ৪টায় পৌর শহরের পারসিংড়ার বেদে পল্লীতে এই অভিযানের উদ্বোধন করেন পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস।

এ সময় মেয়র বাড়ির আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি করোনাভাইরাস থেকে বাঁচতে সকলকে মাস্ক ব্যবহার ও জরুরি প্রয়োজন ছাড়া অহেতুক ঘরের বাইরে না যেতে অনুরোধ করেন।

মেয়র বলেন, হঠাৎ শহরে মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় পৌরসভার পক্ষ থেকে ১২টি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২জুন/এলএ)