পিরোজপুরে পূবালী ব্যাংকের তিন কর্মীসহ নয়জনের করোনা শনাক্ত

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ জুন ২০২০, ২২:৩৯

পিরোজপুরে নতুন করে আরো নয়জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। শনাক্ত হওয়াদের মধ্যে পিরোজপুর সদর উপজেলায় চারজন ও মঠবাড়িয়া উপজেলায় তিনজন রয়েছে।

এছাড়া, বরিশালে অবস্থানরত পিরোজপুরের আরো ২ বাসিন্দা করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে পিরোজপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ জনে।

পিরোজপুর জেলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন দুজন। সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে পিরোজপুর সদর পূবালী ব্যাংক শাখার তিনজন স্টাফ রয়েছেন। এছাড়া পূর্বে করোনাভাইরাস আক্রান্ত হওয়া ওই ব্যাংকের জনৈক কর্মকর্তার মেয়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে।

এছাড়া, জেলার মঠবাড়িয়া উপজেলায় নতুন তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন গর্ভবতী নারীও রয়েছেন।

অপরদিকে, বরিশালে অবস্থানরত পিরোজপুরের ২ জন আক্রান্ত। এর মধ্যে একজনের বাড়ি পিরোজপুর সদর উপজেলায় এবং অন্যজনের বাড়ি মঠবাড়িয়ায়।

পিরোজপুর জেলার উপজেলাগুলোর পিরোজপুর সদর উপজেলায় ২৪, মঠবাড়িয়ায় ১৫, কাউখালীতে ১, ভাণ্ডারিয়ায় ১২, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ৬, ইন্দুরকানীতে ১১ এবং নাজিরপুর উপজেলায় ৭ জন।

প্রসঙ্গত, পিরোজপুর সদর উপজেলার পূবালী ব্যাংক কর্মকর্তা করোনায় আক্রান্তের পর স্ত্রীও করোনা আক্রান্ত হয়েছেন। সর্বশেষ তার কন্যাও করোনায় আক্রান্ত হওয়ায় ব্যাংক কর্মকর্তার পরিবারে তিনজন করোনা আক্রান্ত। তাদের বসবাসের বাড়িটি আগে থেকেই লকডাউন রয়েছে। এছাড়া, পূবালী ব্যাংকের কর্মকর্তা আক্রান্তের খবরের পর থেকেই ব্যাংকের শাখাটি লকডাউনে রয়েছে।

(ঢাকাটাইমস/২জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :