শেরপুরে গণমাধ্যমকর্মীসহ ১২ জনের করোনা শনাক্ত

প্রকাশ | ০২ জুন ২০২০, ২৩:৫১

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

শেরপুরে শিশু ও গণমাধ্যমকর্মীসহ ১২ জানের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৯৬ জন করোনা শনাক্ত হলেন। এর মধ্যে ৪৪ জন সুস্থ হয়েছেন। আর একজন মারা গেছেন। মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ইউনিটের ফলাফলের বরাত দিয়ে ওই তথ্য নিশ্চিত করেন করোনা সংক্রান্ত তথ্য নিশ্চিতকারী কর্মকর্তা ডা. মোবারক হোসেন।

ডা. মোবারক বলেন, আক্রান্ত ১২ জনের মধ্যে সাতজনের বাড়ি সদর উপজেলায়, ঝিনাইগাতীতে ৩ জন, নালিতাবাড়ীতে একজন ও শ্রীবরদীতে একজন। সব মিলিয়ে জেলায় এখন ২৫ জন করোনা শনাক্ত রোগী রয়েছে। এদের মধ্যে পাঁচজন জেলা সদর হাসপাতালে, একজন নালিতাবাড়ী হাসপাতালে ও আরও একজন ঝিনাইগাতী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর বাকি ১৮ জন হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরও বলেন, যারা হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন তাদের প্রত্যেকের বাড়ি লকডাউন অবস্থায় থাকবে।

(ঢাকাটাইমস/২জুন/এলএ)