মধ্যবর্তী গোষ্ঠীরা কেবলই বলির পাঠা?

রুহেল বিন ছায়েদ
 | প্রকাশিত : ০৩ জুন ২০২০, ০৮:২৮

এদেশের সংখ্যাগরিষ্ঠ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী টিউশনি করে নিজের আবাসন খরচ চালায়। দেশের এই ক্রান্তিকালে বাসা/মেস/হোস্টেল মালিকেরা প্রতিনিয়ত এদের কাছে ভাড়া চেয়ে বিব্রত করছেন। আমি তাদেরকে দোষ দিতে পারিনা।

টিউশনির অবিভাবকদেরও তো বলার কিছু নেই। আমার প্রশ্ন সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। যেসকল উচ্চশিক্ষারত যুবক/যুবতী দেশকে কয়েক বছর সার্ভ করবে তারা কি আদৌ কোনও সরকারি প্রণোদনা পাওয়ার দাবী রাখে না?

ভিন্ন দেশের মতো ঘরে ঘরে আই প্যাড কিংবা শিক্ষা ভাতা চাইনা, এমনিতে বেকার ভাতা বলতে ওতো কিছু নাই এবং এটিও চাই না। কিন্তু এই দুর্যোগে অন্তত এদের কথা মাথায় রেখে কি কিছু করা যেতো না?

গত কয়দিনে এই সব সমস্যায় আছে এরকম কমপক্ষে ১৫ জন বন্ধু/ ছোটভাইয়ের সাথে কথা হইছে। মুখ ফুটে বলতে পারছেনা খালি কিন্তু ফুপিয়ে ফুপিয়ে কাঁদা অবস্থা সকলের! এই রাষ্ট্র কি শুধু গার্মেন্টস মালিক আর দিনমজুরের? মধ্যবর্তী গোষ্ঠীরা কেবলই বলির পাঠা?

লেখক: শিক্ষার্থী, প্রাবন্ধিক ও উদ্যোক্তা

ঢাকাটাইমস/৩জুন/এসকেএস

সংবাদটি শেয়ার করুন

ফেসবুক কর্নার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :