কোহলির ফিটনেস দেখে লজ্জা লাগত তামিমের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ জুন ২০২০, ০৯:৪৩

কয়েক বছর আগে বিরাট কোহলির ফিটনেস ও এসব নিয়ে তার কাজ করা দেখলে নিজেকে নিয়ে নিজের কাছে লজ্জা লাগত তামিম ইকবালের। ভারতের ফিটনেস নিয়ে দৃষ্টিভঙ্গী বদলে যাওয়া বাংলাদেশের ওপর অনেক বেশি প্রভাব ফেলেছে বলেও মনে করেন তিনি।

২০১৫ বিশ্বকাপের পর থেকে নিজের ফিটনেসের ওপর জোর দিয়েছিলেন তামিম, তখন থেকে এখন প্রায় ৯ কেজি ওজন কমিয়েছেন বলেও ক্রিকইনফোর ভিডিওকাস্ট শো-তে সঞ্জয় মাঞ্জরেকারকে বলেছেন তিনি।

‘আমার বলতে লজ্জা লাগবে না, ২-৩ বছর আগে যখন বিরাট কোহলিকে দেখতাম জিম করতে, রানিং করতে, আমার নিজের কাছে লজ্জা লাগতো’, বলেছেন তামিম। ‘দেখুন, এই ছেলে হয়তো আমার বয়সী, যে এতোকিছু করছে। এতো সফল হচ্ছে। সেখানে আমি হয়তো তার অর্ধেকও করছি না। হয়তো তার পর্যায়ে যেতে পারব না, কিন্তু চেষ্টা তো করতে হবে। হয়তো ৩০-৪০-৫০-৬০ শতাংশ পর্যন্ত যেতে পারব।’

কোহলির সঙ্গে আদর্শ হিসেবে মুশফিকুর রহিমকেও অনুসরণ করতে বলেছেন তিনি তরুণদের, ‘আমাদের দলেও অসাধারণ এক উদাহরণ আছে। ক্রিকেটার মুশফিকের দিকে না তাকালেও চলবে, ফিটনেসের দিক দিয়ে অন্তত আমরা তাকে অনুসরণ করতে পারি। কোহলি উদাহরণ তৈরি করছে। তবে মুশফিকও কিন্তু অনেক তরুণের জন্য আদর্শ হতে পারে।’

দল হিসেবে বাংলাদেশের ফিটনেস নিয়ে মানসিকতা বদলেছে, এবং এতে ভারতের প্রভাব আছে বলেও জানিয়েছেন তিনি, ‘আমার এটা বলা প্রয়োজন। একজন ভারতীয় কমেন্টেটর বা সাবেক ক্রিকেটারের সঙ্গে কথা বলছি বলে নয়। আমার মনে হয়-- ভারত আমাদের প্রতিবেশি। আমরা অনেক কিছুই অনুসরণ করি সেখানকার। ভারত যখন ফিটনেস নিয়ে বদলাতে শুরু করলো (দৃষ্টিভঙ্গী), সেটি বাংলাদেশের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে।’

‘আমাদের সময় লেগেছে অনেক এটার গুরুত্ব বুঝতে। এটা নিশ্চিত করতে হবে যে আপনি যথেষ্ট ফিট। টিভিতে আপনাকে যাতে ভাল দেখায়। বিশাল ভুড়ি নিয়ে মাঠে যেতে পারেন না আপনি।’

‘আমার মানসিকতায় সমস্যা ছিল। আমি রান করছিলাম না, কিন্তু আমি ভাবতাম যে রান করছি। আর আমি দেখতে বীভৎস ছিলাম।’

ফিটনেস নিয়ে কাজ করার সুবিধাও জানিয়েছেন তামিম, ‘অনেক সুবিধা আছে। বলের কাছে দ্রুত পৌঁছাতে পারবেন। ক্লান্ত হবেন কম। সবচেয়ে ভাল যে দিক, সেটি হলো যে নিজেকে নিয়ে আপনার একটা ভাল লাগা কাজ করবে।’

(ঢাকাটাইমস/০৩ জুন/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :