টিসিবির পণ্য উপজেলা ও পৌর এলাকাতেও দেয়ার নির্দেশ

প্রকাশ | ০৩ জুন ২০২০, ১৩:৪১ | আপডেট: ০৩ জুন ২০২০, ১৩:৫৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনা ভাইরাসের কারণে টিসিবির ১০ টাকা দামের চাল ও অন্যান্য পণ্য উপজেলা পর্যায়ে ও পৌর এলাকা পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে বিক্রির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসানের  বেঞ্চ এ আদেশ দেন।

এ বিষয়ে এর আগে গত সোমবার (১জুন) শুনানি শুরু করে আরও বিস্তারিত শুনানির জন্যে বুধবার (৩ জুন) দিন ঠিক করেন আদালত। আজ শুনানি শেষে এ আদেশ দেন আদালত।

আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবির) চেয়ারম্যানকে বলা হয়েছে। পাশাপাশি টিসিবির পণ্য দেশের উপজেলা ও পৌরসভা এলাকায় বিক্রির বিষয়ে কী কী পদক্ষেপ নেয়া হয়েছে তা প্রতিবেদন আকারে আগামী ১১ জুনের মধ্যে জানাতে বলা হয়েছে।

আদেশের বিষয়টি ঢাকা টাইমসকে জানান রিটকারী আইনজীবী হুমায়ুন কবির পল্লব। আদালতে আজ রিটের পক্ষে ভার্চুয়াল শুনানিতে অংশ নেন রিটকারি আইনজীবী ব্যারিস্টার মো. হুমায়ন কবির পল্লব। অপরদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার তাপস কান্তি বল। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন, ডেপুর্টি অ্যার্টনি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস। গত ১৬ মে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে ই-মেইলের মাধ্যমে "ল এন্ড লাইফ ফাউন্ডেশনের" পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. হুমায়ন কবির পল্লব রিটটি দায়ের করেছিলেন।

ঢাকা টাইমস/৩জুন/এআইএম/ইএস