এখনই শুটিংয়ে ফিরতে চান না ফারিন

বিনোদন প্রতিবেদক
 | প্রকাশিত : ০৩ জুন ২০২০, ১৪:০৮

দুই মাসেরও বেশি সময় বন্ধ ছিল সব ধরেনের শুটিং। অবশেষে চারটি শর্ত সাপেক্ষে ১ জুন থেকে ছোটপর্দার শুটিং শুরুর অনুমতি দিয়েছে টিভি নাটকের ১৯ সংগঠনের সমন্বয়ে গঠিত আন্তঃসংগঠন। কিন্তু এখনই কাজে ফিরতে চান না এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। কারণ, নিজেকে এবং পরিবারকে নিরাপদ রাখতে আরও কিছুদিন বাড়িতেই থাকতে চান তিনি।

ফারিনের কথা, ‘কাজের চেয়ে সুরক্ষা আগে। তাছাড়া দেশে যখন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিনে তিন-চারজন ছিল, তখনই আমরা শুটিং করিনি। এখন তো প্রতিদিন দুই হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। এই পরিস্থিতিতে শুটিংয়ে অংশ নেয়া অসম্ভব। আপাতত বাসার বাইরে বের হচ্ছি না। তাই শুটিংয়ে অংশ নেয়াও সম্ভব হচ্ছে না।’

করোনার এই দুঃসময়ে নিজের থেকে পরিবার নিয়ে বেশি চিন্তিত ফারিন। তার ভাষায়, ‘মা-বাবাকে নিয়ে বেশি চিন্তা হয়। তাই লকডাউন উঠে গেলেও বাইরে বের হচ্ছি না। কারণ লকডাউন শিথিল হলেও করোনা আক্রান্তের সংখ্যা তো দিনকে দিন বেড়েই চলেছে। তাই নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে।’

লকডাউনের মধ্যেই গেল ঈদে ফারিন অভিনীত ডজন খানেক নাটক প্রচার হয়েছে। যেগুলোর শুটিং লকডাউন শুরুর আগেই করা ছিল। আর গত প্রায় আড়াই মাস ঘরবন্দি দিন কাটাচ্ছেন এই অভিনেত্রী। অলস এই সময়টা বই পড়ে, সিনেমা এবং অন্য শিল্পীদের নাটক দেখে কাটাচ্ছেন তিনি। শিখছেন রান্নাও। পাশাপাশি কয়েকটি ছোটগল্পও লিখছেন।

এ প্রসঙ্গে অভিনেত্রী ফারিন বলেন, ‘ঘরবন্দি সময়টাকে কাজে লাগাচ্ছি। প্রথমে বোরিং লাগলেও নিজের এবং পরিবারের কথা ভেবে বাসায় থাকার অভ্যাস করে ফেলেছি। তবে বাসায় থেকে বেশ কয়েকটি ছোটগল্প লিখেছি। জানিনা কেমন হচ্ছে। তবে আমি লেখার ট্রাই করছি।’

ঢাকাটাইমস/০৩জুন/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :