বিপদ হতে প্রভু

মুহাম্মদ সামছুল ইসলাম
 | প্রকাশিত : ০৩ জুন ২০২০, ১৫:৩৯

এক ঘরেতে সন্ধ্যা নামে, এক ঘরেতেই বিকাল

এক ঘরেতেই দুপুর গড়াই, এক ঘরেতেই সকাল।

ক্ষণিক কাটে সোফায় বসে, ক্ষণিকই বা ভয়ে

নয়তো আবার ক্লান্ত হয়ে বিছানায় যায় শুয়ে।

সারাটা দিন স্মার্টফোনে যায় ফেসবুকেতে বসে

কেউ বা আবার ম্যাসেঞ্জারে আড্ডায় মেতে উঠে।

নয়তো আবার ইউটিউবে গান শুনে হয় ক্লান্ত

নাটক, সিনেমা আর টানেনা টিভি নামক যন্ত্র।

শিশুরা সব অতিষ্ঠ হয়ে টিকটকেতে মজে

শাসন বারণ বৃথায় যে যায় লেখাপড়া লাঠে।

গৃহীনিরা কেউ অনলাইন সপে তৃপ্তি খোঁজেন বটে

কেউবা আবার কুরুক্ষেত্র বাধায় পতির সাথে।

পুরুষগুলো সব গৃহবন্দি আশপাশ করে মরে

ক্রেডিট কার্ডের ব্যালেন্সটা যে দ্রুতই যাচ্ছে সরে।

তারপর যদি দাম্পত্যে কারো অমিল থাকে হায়

সেই ঘরেতে সাক্ষাত নরক আছেরে যে ভাই।

মানুষগুলো সব অসহায় আজ ক্ষুদ্র অণুজীবে

ধন সম্পদ, জ্ঞান বিজ্ঞান নাহি লাগে কাজে।

রাজা, উজির, প্রজা সবাই এক কাতারে এসে

ভিকমাগে তার প্রভূর নিকট দুহাত তুলে বসে।

সৃষ্টির সেরা জীব করেছো ভালোবাস জানি

মানবজাতির এই মরণে সুখ পাবে না মানি।

তুমিই মহান তুমিই শ্রেষ্ঠ সন্দেহ নেইকো কভু

তুমিই পারো করতে রক্ষা এই বিপদ হতে প্রভু।

কবি: মুহাম্মদ সামছুল ইসলাম

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চাঁদপুর

(করোনাকালের শহীদ বীর সেনাদের উৎসর্গ)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :