সরকারি নির্দেশনা না মানায় নেত্রকোণার ৩২ জনের জরিমানা

প্রকাশ | ০৩ জুন ২০২০, ১৫:৪৭

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস

নেত্রকোণায় সরকারি নির্দেশনা না মানায় ৩২ জনকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। গণপরিবহনে সামাজিক দুরত্ব বজায় না রাখা, বাসভাড়া বেশি রাখা  ও নির্ধারিত সময় ছাড়া  দোকান খোলা রাখায় তাদের এ জরিমানা করেছে একাধিক ভ্রাম্যমান আদালত।

জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টরেট আব্দুল কাইয়ুম জানান, জেলা শহরসহ উপজেলাগুলোর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে সরকারি নির্দেশনা না মানায় তাদের এ জরিমানা করেছেন উপজেলা নির্বাহী হাকিমেরা। জনস্বার্থে জেলাজুড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

ঢাকাটাইমস/৩জুন/পিএল