নেত্রকোণায় আরও ছয়জনের করোনা শনাক্ত

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ জুন ২০২০, ১৬:০৯

নেত্রকোণায় উপসর্গ নিয়ে মৃত একজনসহ গত ২৪ ঘন্টায় ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। ৮৪ টি নমুনা পরীক্ষায় এ ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে শনাক্ত হওয়া ওই মৃত ব্যক্তির ৩০ মে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মৃত্যু হয়। জেলা সিভিল সার্জন তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন শনাক্তদের মধ্যে উপসর্গ নিয়ে মৃত এক ব্যক্তি রয়েছেন। এছাড়া অন্যদের মধ্যে কেন্দুয়া উপজেলার একজন স্বাস্থ্যকর্মী, একজন এফডব্লিউএ কর্মী, খালিয়াজুরী হাসপাতালের একজন চিকিৎসক, সদর পুলিশ লাইনসের একজন এবং বারহাট্রার একজন রয়েছেন।

তিনি আরও জানান, এ পর্যন্ত জেলায় ৩৯০০টি নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। ফলাফল পাওয়া গেছে ৩৬৭৮টির। এর মধ্যে ২৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৮৩ জন। মৃত্যু হয়েছে তিনজনের।

ঢাকাটাইমস/৩জুন/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :