সরেজমিনে নগরের কার্যক্রম দেখলেন মেয়র তাপস

প্রকাশ | ০৩ জুন ২০২০, ১৬:৫৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সিটি করপোরেশনের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার গুলিস্তান থেকে জয়কালী মন্দির পর্যন্ত ফুলবাড়িয়া ‘স্টপ ওভার টার্মিনাল’ এর পুরো এলাকা তিনি সরেজমিন পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি এখান থেকে বিভিন্ন রুটে চলাচলকারী কয়েকটি বাস কাউন্টারের লোকদের সঙ্গে কথা বলে করপোরেশনের টোল আদায় সম্পর্কে খোঁজখবর নেন। স্টপ ওভার টার্মিনালে টোল আদায়কারী একজনের সঙ্গে কথা বলে টোল আদায়ের পুরো প্রক্রিয়া সম্পর্কে অবগত হন। তিনি স্টপ ওভার টার্মিনাল এলাকার সার্বিক অবস্থাও এসময় পরিদর্শন করেন।

পরে মেয়র দক্ষিণ সিটি করপোরেশন পরিচালিত পৌর ফিলিং স্টেশন পরিদর্শন করে এর কার্যক্রম সম্পর্কেও অবহিত হন। তিনি রাজস্ব আদায় বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

এসময় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক, পরিবহন বিভাগের জিএমসহ পৌর ফিলিং স্টেশন পরিদর্শনকালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আনু উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৩জুন/কারই/জেবি)