চাঁপাইনবাবগঞ্জে বিপুলসংখ্যক নকল কসমেটিক দ্রব্যসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ জুন ২০২০, ১৭:৪৩

চাঁপাইনবাবগঞ্জের পৌরসভার স্বরূপনগর এলাকা থেকে বিপুলসংখ্যক নকল ও মেয়াদোত্তীর্ণ কসমেটিক দ্রব্যসহ একজন আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে পুলিশ ও ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর স্বরূপনগর এলাকার একটি ভাড়াবাড়িতে যৌথ অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকার মূল্যের কসমেটিক দ্রব্য জব্দ করা হয়।

আটক হলেন- নবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লাহারপুর গ্রামের সৈয়দ আলী ছেলে আব্দুল কাদের (৪০)।

চাঁপাইনবাবগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জহিরুল ইসলাম জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) তথ্যেরভিত্তিতে দুপুরে পুলিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম স্বরূপনগরের একটি ভাড়াবাড়িতে অভিযান চালায়। এসময় সাবান, সুগন্ধি দ্রব্যসহ বিপুল পরিমাণ নকল ও মেয়াদোর্ত্তীণ কসমেটিক দ্রব্যসহ আব্দুল কাদেরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

সদর থানার এসআই নাজমুল হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে নকল ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকের দ্রব্য বাজারে সরবরাহ করে আসছে এবং সে কসমেটিক দ্রব্য বিক্রির আড়ালে মেয়েদের দিয়ে দেহব্যবসা করে আসছে। এ ঘটনায় সদর থানায় মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :