সিলেটে শ্রমিক সংঘর্ষ: মামলার আসামি দেড় হাজার

প্রকাশ | ০৩ জুন ২০২০, ১৮:৪১

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস

সিলেটে দুই দল পরিবহন শ্রমিকের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রায় দেড় হাজার শ্রমিককে আসামি করে মামলা করেছে পুলিশ। বুধবার সিলেটের দক্ষিণ সুরমা থানার এসআই নুরে আলম এ মামলাটি করেন বলে জানিয়েছেন থানার ওসি খায়রুল ফজল। 

ওসি বলেন, মঙ্গলবার বিকালে  কদমতলী বাস টার্মিনালে শ্রমিকদের দু'পক্ষের  সংঘর্ষকালে পুলিশের উপর আক্রমণ, সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে মামলাটি করা হয়েছে। এতে অজ্ঞাতনামা ১৫০০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকের বিরুদ্ধে কল্যাণ তহবিলের  অর্থ আত্মসাতের অভিযোগে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ ঘটনার জেরে বিকালে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে অভিযুক্ত ফলিকের পক্ষের শ্রমিক ও আন্দোলনকারী শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পুলিশ সদস্য আব্দুল খালেকসহ অন্তত ১০ জন আহত হন। 

সংঘর্ষ থামাতে পুলিশ  প্রায় ৯৪টি ফাকাঁ গুলি ছুঁড়ে।

(ঢাকাটাইমস/৩জুন/কেএম)