করোনা উপসর্গ নিয়ে রূপালী ব্যাংক কর্মকর্তার মৃত্যু

প্রকাশ | ০৩ জুন ২০২০, ১৮:৪১

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

প্রাণঘাতী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের এক কর্মকর্তা মারা গেছেন। মিজানুর রহমান (৫৬) নামের ওই কর্মকর্তা রাজধানীর ফকিরাপুল শাখায় অফিসার (ক্যাশ) হিসেবে কর্মরত ছিলেন। বুধবার  রূপালী ব্যাংক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, মিজানুর রহমানের গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি নিজ বাড়িতেই বুধবার দুপুরে মারা যান।

এ নিয়ে রূপালী ব্যাংকের দুই কর্মকর্তা করোনায় মারা গেলেন। এর আগে গত ১৪ মে রূপালী ব্যাংক কর্মকর্তা শহীদুল ইসলাম খান (৪৯) রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিভিন্ন ব্যাংকে খোঁজ নিয়ে জানা গেছে, এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের নয় ব্যাংকার মারা গেছেন। পাশাপাশি এখন পর্যন্ত শতাধিক ব্যাংকারের শরীরে প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন।

(ঢাকাটাইমস/০৩জুন/আরএ/জেবি)