স্বামীর বিরুদ্ধে মিলনের ভিডিও ধারণের অভিযোগ বিশ্ববিদ্যালয় ছাত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ জুন ২০২০, ১৯:৩৯ | প্রকাশিত : ০৩ জুন ২০২০, ১৯:২২
প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁওয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রী এক ব্যবসায়ীর বিরুদ্ধে তাকে জোর করে বিয়ের অভিযোগ তুলেছেন। এছাড়া তাদের শারীরিক মিলনের ভিডিও ধারণ করে তাকে ছেড়ে দেয়ার চাপ দিচ্ছেন মোর্শেদ শাহরিয়ার নামে ওই ব্যবসায়ী। না হলে ইন্টারনেটে তা ছড়িয়ে দেয়ার হুমকি দিচ্ছেন বলে মঙ্গলবার খিলগাঁও থানায় ওই ছাত্রী একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বিশ্ববিদ্যালয় ছাত্রী লিখিত অভিযোগে উল্লেখ করেন, একই এলাকায় বাড়ি হওয়ার সুবাদে মোর্শেদ শাহরিয়ারের সঙ্গে তার পরিচয় হয়। ২০১৭ সালে ফেসবুকে তাদের প্রথম যোগাযোগ। তখন তিনি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এক পর্যায়ে তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৩ মার্চ তাকে একটি কাজী অফিসে পাঁচ হাজার টাকা দেনমোহর উল্লেখ করে বিয়ে করেন মোর্শেদ শাহরিয়ার। কিন্তু বিয়ের পর তাকে ছেড়ে দেয়ার জন্য নানাভাবে চাপ ও হুমকি দিতে থাকেন। গত ৩১ মে খিলগাঁওয়ে তার বাসায় আসেন মোর্শেদ। এ সময় তাকে মারধর করেন এবং তার সঙ্গে দৈহিক মেলামেশা করে মোবাইলে ভিডিও ধারণ করেন। তাকে ছেড়ে না দিলে ওইসব ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেন। এই অবস্থায় ছাত্রী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে খিলগাঁও থানার ওসি মশিউর রহমান ঢাকাটাইমসকে বলেন, ওই নারী তার স্ত্রী। ওই ছাত্রীর লিখিত অভিযোগ আমরা তদন্ত করে দেখছি।

(ঢাকাটাইমস/০৩জুন/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

চাকরির পরীক্ষার আগেই মিলত উত্তর, চুক্তি ১২-১৪ লাখ টাকায়: ডিবি

আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের মূলহোতা গ্রেপ্তার, বিপুল কনটেন্ট জব্দ

এফডিসিতে সাংবাদিকদের উপর হামলা: ১১ সদস্যের তদন্ত কমিটি

স্ত্রীসহ নিজেকে নির্দোষ দাবি করে ডিবিতে যা বলেছেন কারিগরি বোর্ডের চেয়ারম্যান

শেরপুরের ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

খেলনার প্যাকেটে আমেরিকা থেকে এসেছে কোটি টাকার গাঁজার চকলেট-কেক

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদক

উপবৃত্তির টাকা দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৮

সনদ জালিয়াতি: কারিগরি বোর্ডের ওএসডি চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :