স্বামীর বিরুদ্ধে মিলনের ভিডিও ধারণের অভিযোগ বিশ্ববিদ্যালয় ছাত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ জুন ২০২০, ১৯:৩৯ | প্রকাশিত : ০৩ জুন ২০২০, ১৯:২২
প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁওয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রী এক ব্যবসায়ীর বিরুদ্ধে তাকে জোর করে বিয়ের অভিযোগ তুলেছেন। এছাড়া তাদের শারীরিক মিলনের ভিডিও ধারণ করে তাকে ছেড়ে দেয়ার চাপ দিচ্ছেন মোর্শেদ শাহরিয়ার নামে ওই ব্যবসায়ী। না হলে ইন্টারনেটে তা ছড়িয়ে দেয়ার হুমকি দিচ্ছেন বলে মঙ্গলবার খিলগাঁও থানায় ওই ছাত্রী একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বিশ্ববিদ্যালয় ছাত্রী লিখিত অভিযোগে উল্লেখ করেন, একই এলাকায় বাড়ি হওয়ার সুবাদে মোর্শেদ শাহরিয়ারের সঙ্গে তার পরিচয় হয়। ২০১৭ সালে ফেসবুকে তাদের প্রথম যোগাযোগ। তখন তিনি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এক পর্যায়ে তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৩ মার্চ তাকে একটি কাজী অফিসে পাঁচ হাজার টাকা দেনমোহর উল্লেখ করে বিয়ে করেন মোর্শেদ শাহরিয়ার। কিন্তু বিয়ের পর তাকে ছেড়ে দেয়ার জন্য নানাভাবে চাপ ও হুমকি দিতে থাকেন। গত ৩১ মে খিলগাঁওয়ে তার বাসায় আসেন মোর্শেদ। এ সময় তাকে মারধর করেন এবং তার সঙ্গে দৈহিক মেলামেশা করে মোবাইলে ভিডিও ধারণ করেন। তাকে ছেড়ে না দিলে ওইসব ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেন। এই অবস্থায় ছাত্রী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে খিলগাঁও থানার ওসি মশিউর রহমান ঢাকাটাইমসকে বলেন, ওই নারী তার স্ত্রী। ওই ছাত্রীর লিখিত অভিযোগ আমরা তদন্ত করে দেখছি।

(ঢাকাটাইমস/০৩জুন/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

পল্লবীতে পাভেল হত্যা: নেপথ্যে মাদক ব্যবসা, গ্রেপ্তার ৮

মাদক-ইয়াবা কারবারে বদির দুই ভাইয়ের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হটলাইন থেকে গ্রাহককে ফোন, অ্যাকাউন্টের টাকা হাওয়া

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৮, মামলা ৬

ট্রেনের টিকিট কালোবাজারি গ্রেপ্তার 

এটিএম বুথের প্রহরী হত্যা: টাকা লুটের উদ্দেশ্যে নাকি ব্যক্তিগত কারণ? কী বলছে পুলিশ?

রাজধানীতে এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা

কেএনএফকে সহযোগিতা, বান্দরবান থেকে একজন গ্রেপ্তার

ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার শিকার সেই চিকিৎসকের মৃত্যু

রাষ্ট্রপতির আত্মীয় পরিচয়ে প্রতারণা, নিঃস্ব বহু ট্রাভেল ব্যবসায়ী

এই বিভাগের সব খবর

শিরোনাম :