বেগমগঞ্জে করোনায় ব্যবসায়ীসহ আরও দুজনের মৃত্যু

প্রকাশ | ০৩ জুন ২০২০, ২০:৪২

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মাহমুদুল হাসান (৩০) নামে এক ব্যবসায়ী ও বিপ্লব রায় (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলায় মোট করোনায় মারা গেছেন ১৪ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২২ জনে।

বুধবার বিকাল ৫টার দিকে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস।

তিনি বলেন, উপজেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে আলাইয়াপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় মারা গেছেন ব্যবসায়ী মাহমুদুল হাসান। গত ২৯ মে তার করোনা শনাক্ত হয়েছিল। এর আগে মঙ্গলবার রাত ২টার দিকে চৌমুহনী পৌরসভার কলেজ রোডের বাসিন্দা বিপ্লব রায় নিজ বাসায় মারা যান। গত ২০ মে করোনায় আক্রান্ত হওয়ার পর তিনি প্রায় সুস্থ হয়ে উঠেছিলেন। বুধবার সকালে তার দ্বিতীয় নমুনা সংগ্রহ করার কথা ছিল। তার স্ত্রীও করোনায় আক্রান্ত। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।

(ঢাকাটাইমস/৩জুন/এলএ)