১০৩৪ পরিবারে সহায়তা তুলে দিলেন ইউএনও

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ জুন ২০২০, ২২:১৩

করোনাভাইরাসের মহামারিতে কর্মহীন হয়ে পড়া নোয়াখালীর ১০৩৪টি কর্মহীন পরিবারের হাতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের সহযোগিতায় খাদ্য সহায়তা তুলে দিয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম সরদার।

বুধবার দুপুরে সদর উপজেলার কালিতারা বাজার নোয়াখালী সদর কার্যালয়ে ব্র্যাক নোয়খালী পেপসিকো ফাউন্ডেশনের সহযোগিতায় এ খাদ্যসামগ্রী তুলে দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- ব্র্যাক জেলা সমন্বয়ক মো. আকতারুল ইসলাম, ব্র্যাক নোয়াখালী সদর কার্যালয়ের এলাকা ব্যবস্থাপক বিমল কুমার, বাংলাদেশ রিপোর্টাস ক্লাব নোয়াখালী জেলা শাখার সভাপতি মো. ইদ্রিস মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল প্রমুখ।

সদর উপজেলা ছাড়াও জেলার হাতিয়ায় ১০০, সুবর্ণচরে ১০০, কবিরহাটে ৫০, কোম্পানীগঞ্জে ৫০, সেনবাগে ৫০, বেগমগঞ্জে ২০০, সোনাইমুড়ীতে ৫০ ও চাটখিল উপজেলায় ১০০ কর্মহীন পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে এ সংস্থাটি।

ব্র্যাক জেলা সমন্বয়ক মো. আকতারুল ইসলাম বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আমরা এখন কঠিন সময় পার করছি। এই যুদ্ধে বাংলাদেশ সরকারের সহযোগী হিসেবে ব্র্যাক জনসচেতনতা সৃষ্টি ও কর্মহীন হয়ে পড়া পরিবারগুলোকে এক মাসের খাদ্য সহায়তা (চাল, ডাল, তেল, লবণ, চিনি, সুজি, আটা ও বিস্কুট) দিয়ে যাচ্ছে। এ সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলেও জানান ব্রাকের এ কর্মকর্তা।

(ঢাকাটাইমস/৩জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :