সাতক্ষীরায় চিকিৎসকের করোনা শনাক্ত

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ জুন ২০২০, ২২:১৪

সাতক্ষীরায় এক চিকিৎসকের নমুনায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তিনি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কাজলা গ্রামের বাসিন্দা।

বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, বিসিএস ক্যাডারের চিকিৎসক ডা. আমিনুল ইসলাম প্রশিক্ষণের জন্য গত ১১ মে ঢাকায় যান। সেখান থেকে ২৯ মে তিনি বাড়িতে ফিরে হোম কোয়ারেন্টাইনে আছেন। গত শনিবার তার নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাব ও ঢাকার আইইডিইআর এ পাঠানো হয়। বুধবার সন্ধ্যায় তার রিপোর্ট পজিটিভ এসেছে। রাতেই তার বাড়িসহ কয়েকটি বাড়ি লকডাউন করা হবে।

তবে ডা. আমিনুল ইসলাম জানান, তার শরীর সম্পূর্ণ সুস্থ। কোন প্রকার করোনার উপসর্গ নেই।

এ নিয়ে এ পর্যন্ত জেলায় করোনা পজিটিভের সংখ্যা দাঁড়ালো ৪৭।

(ঢাকাটাইমস/৩জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :