চোরাবালি থেকে গাভী উদ্ধার করল ফায়ার সার্ভিস

প্রকাশ | ০৩ জুন ২০২০, ২৩:৩১

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল

টাঙ্গাইল শহরের পূর্ব আদালতপাড়া পুকুরের চোরাবালি থেকে দুটি গাভী উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। বুধবার দুপুরে এক ঘন্টার চেষ্টার পর দুটি গাভী উদ্ধার করেছে। গাভী দুটি পাশের আদি টাঙ্গাইল এলাকার মো. জাহাঙ্গীর আলমের।

জাহাঙ্গীর আলম জানান, সকালে গাভী দুটি ছেড়ে দেওয়ার পর ঘাস খেতে খেতে ওই এলাকায় যায়। এক পর্যায়ে পুকুরের চোরাবালিতে আটকা পড়ে। খবর পেয়ে জাহাঙ্গীর আলমসহ স্থানীয় অনেকেই গাভী দুটি উদ্ধারের চেষ্টা করে। উদ্ধার করতে ব্যর্থ হওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেই। পরে ফায়ার সার্ভিস এক ঘণ্টা চেষ্টার পর দুটি গাভী উদ্ধার করে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অত্যন্ত ঝুঁকি নিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় গাভী দুটি চোরাবালি থেকে উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরো জানান, প্রাণি হোক আর মানুষ হোক- প্রতিটি জীবনকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্ধার করার চেষ্টা করে।

(ঢাকাটাইমস/৩জুন/এলএ)