নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপ করার পরামর্শ জোন্সের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ জুন ২০২০, ০৯:৪৩

অক্টোবর ও নভেম্বরে অস্ট্রেলিয়ায় হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু বর্তমানে করোনার প্রকোপ কম হলেও এখনও মুক্ত হয়নি সে দেশ। অন্যদিকে নিউজিল্যান্ডে শেষ ১২ দিনে করোনার কোনও সংক্রমণের খোঁজ পাওয়া যায়নি। সে দেশের সরকার শারীরিক দূরত্ব বজায় রাখার নির্দেশিকাও তুলে দেওয়ার ইঙ্গিত দিয়েছে।

তাই অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডিন জোন্সের প্রস্তাব, তাঁর দেশের পরিবর্তে নিউজিল্যান্ডে হোক টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বুধবার জোন্সের টুইট, ‘প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন, আগামী সপ্তাহের মধ্যে শারীরিক দূরত্ববিধি তুলে দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে জমায়েতের উপরে নিষেধাজ্ঞা উঠে যাবে। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার পরিবর্তে নিউজিল্যান্ডে হোক টি-টোয়েন্টি বিশ্বকাপ।’

প্রাক্তন অস্ট্রেলীয় তারকার প্রস্তাবে এখনও সাড়া দেয়নি ত্রিকেটবিশ্ব। কিন্তু জোন্সের এই প্রস্তাব একেবারে যে ফেলেও দেওয়া যায় না, তা পরিষ্কার।

(ঢাকাটাইমস/৪ জুন/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :