সরকার ঘোষিত প্রণোদনা না পেয়ে হাইকোর্টে রিট

প্রকাশ | ০৪ জুন ২০২০, ১১:০৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

পোশাক কারখানার মালিকদের জন্য সরকার ঘোষিত প্রণোদনা না পেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

নারায়ণগঞ্জের হিমেল সোয়েটার ফ্যাশন প্রাঃ লিঃ মালিক সাখাওয়াত হোসেন রিটটি করেন।

রিটে প্রণোদনা দিতে বাংলাদেশ ব্যাংকের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার আবু তাহের মো. সাইফুর রহমানের ভার্চুয়াল বেঞ্চে রিটটি শুনানি হবে। বিষয়টি ঢাকা টাইমসকে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।

রিটে বিবাদী করা হয়ে বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজারসহ সংশ্লিষ্টদের।

(ঢাকাটাইমস/৪ জুন/এআইএম/এমআর)