বিহঙ্গ বাসের ব্রেকফেল, প্রাণ গেল দুজনের

প্রকাশ | ০৪ জুন ২০২০, ১৪:০২ | আপডেট: ০৪ জুন ২০২০, ১৪:৪৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দ্রুতগতির বিহঙ্গ পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক ও এক আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাংলামোটর মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- বেলায়েত ও মকসুদুর রহমান। এই ঘটনায় জাকির নামে একজন পথচারি আহত হয়েছেন।

নিহতদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,  বিহঙ্গ পরিবহনের বাসটি শাহবাগ থেকে কারওয়ান বাজারের দিকে যাচ্ছিল। বাংলামোটর সিগন্যালে এসে বাসটি দ্রূতগতিতে চলতে থাকে। এসময় মগবাজার থেকে আসা একটি মোটরসাইকেলকে বাসটি পেছন থেকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে মোটরসাইকেলে থাকা দুইজন পথে ছিটকে পড়ে। পথেই তাদের মৃত্যু হয়। এসময় একজন পথচারিও গুরুত্বর আহত হয়েছেন।  এই ঘটনায় ঘাতক বাসটির চালক, তার সহযোগীকে (হেলপার) আটক করেছে পুলিশ। বাসটি জব্দ করা হয়েছে।

বাসচালকের দাবি, তার ব্রেকফেল করায় তিনি গাড়ির নিয়ন্ত্রণ রাখতে পারেননি। তাই এই দুর্ঘটনা ঘটেছে।

ডিএমপির রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এস এম শামীম ঢাকা টাইমসকে বলেন, ‘বাংলামোটর মোড়ে একটি মোটরসাইকেলকে যাত্রীবাহী বিহঙ্গ পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী ঘটনাস্থলেই নিহত হন। এসময় এক পথচারী আহত হয়েছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

এসি জানান, ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালককেও আটক করা হয়েছে।

(ঢাকাটাইমস/৪জুন/এসএস/এইচএফ)