পিচে পরিবর্তন আনার ইঙ্গিত কুম্বলের

প্রকাশ | ০৪ জুন ২০২০, ১৫:৩২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

থুতু দিয়ে বল পালিশে নিষেধাজ্ঞা আসতে চলায় অনেকেই ভেবেছিলেন, কৃত্রিম পদার্থ ব্যবহার করা যাবে। কিন্তু আইসিসির ক্রিকেট কমিটির প্রধান অনিল কুম্বলে জানিয়ে দিলেন, কৃত্রিম পদার্থ ব্যবহারের অনুমতি তাঁরা দেবেন না। বরং ব্যাটে-বলে ভারসাম্য আনতে পিচে রদবদল করা হবে।

মোহাম্মদ শামি জানিয়েছিলেন, থুতু দিয়ে বল পালিশ না হলেও রিভার্স সুইং করাতে তাঁর সমস্যা হবে না। অনেকেই মোমের মতো পদার্থ ব্যবহারের পক্ষে। কুম্বলে বলেছেন, ‘‌ক্রিকেটের একটা সুবিধা রয়েছে যেটা অন্য খেলায় নেই। প্রয়োজনমতো পিচের চরিত্রে বদল আনা যায়। আমাদের ক্রিকেট কমিটি বিশ্বাস করে ব্যাটে-বলে ভারসাম্য দরকার। বলে কী কী ব্যবহার করা যাবে, সেটা নিয়ে গত কয়েক বছর ধরেই আমরা ভেবেছি। কিন্তু ফের নিয়মে শিথিলতা এনে নতুন কিছু চালু করতে রাজি নই। আমাদের লক্ষ্য ক্রিকেট চালু করা। অনেক চ্যালেঞ্জ আসবে। ম্যাচ ধরে ধরে বিশ্লেষণ দরকার।’‌

কুম্বলের মতে, করোনাভাইরাস পরবর্তী যুগে অনেক বদল আসবে এবং ক্রিকেটারদেরও সেটা মানিয়ে নিতে হবে। তাঁর কথায়, ‘‌এবার থেকে নতুন জিনিস দেখা যাবে এবং সেটার সঙ্গে মানিয়ে নিতে হবে। খেলোয়াড়দের নিরাপত্তা সবথেকে বড় চিন্তা। সে–কারণেই থুতু দিয়ে বল পালিশ করলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা। খেলোয়াড়দের মানাতে অসুবিধা হবে। কিন্তু এটা ছাড়া আমাদের উপায় ছিল না।’‌

দীর্ঘদিন বন্ধ ক্রিকেট। কুম্বলে ক্রিকেটারদের, বিশেষত বোলারদের অনুরোধ করেছেন ধীরে ধীরে অনুশীলনে ফিরতে। বলেছেন, ‘‌বোলারদের ম্যাচ ফিটনেসে আসতে সময় লাগবে। টেস্ট খেলার আগে শরীরে চাপ নেওয়ার ক্ষমতা বাড়াতে হবে। ৩০ ওভার বল করা সহজ নয়। ব্যাটসম্যানদেরও সমস্যা হবে। তাই টেস্টের আগে প্রদর্শনী ম্যাচ খেলা উচিত।’‌

কুম্বলের পরামর্শ, ‘পিচে একটু বেশি ঘাস রাখাই যেতে পারে। সে ক্ষেত্রে পেসারেরা সাহায্য পাবে।’ পাশাপাশি কুম্বলে এও মনে করেন, টেস্টে এর পর থেকে স্পিনারদের গুরুত্ব আরও বেড়ে যাবে। কুম্বলের পরামর্শ, ‘টেস্টে দুজন করে স্পিনার খেলাক না দলগুলো। ওয়ানডে বা টি-টোয়েন্টিতে বল পালিশ করার ব্যাপারটা অত গুরুত্ব পায় না। টেস্টে পায়। সেখানে বাড়তি স্পিনার খেলানো যেতেই পারে।’

(ঢাকাটাইমস/৪ জুন/এসইউএল)