সন্তানের মুখ দেখা হলো না পুলিশ সদস্য মামুনের

প্রকাশ | ০৪ জুন ২০২০, ১৮:২৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

স্ত্রীর গর্ভে সন্তান। কত স্বপ্ন হয়তো ছিল সন্তানকে নিয়ে। তৈরি হয়েছিল কল্পনার জগত। কিন্তু সবই মুছে দিল মহামারি করোনা। বৈশ্বিক এই মহামারির প্রাদুর্ভাবের মধ্যেই দায়িত্বপালন করছিলেন পুলিশ সদস্য মীর মামুন উদ্দিন। করোনা আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন ছিলেন হাসপাতালের বিছানায়। কিন্তু মুক্তি মেলেনি। বৃহস্পতিবার নিভে যায় তার জীবনের আলো।

পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) মীর সোহেল রানা ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামুন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কন্সটেবল হিসেবে কর্মরত ছিলেন।

তার গ্রামের বাড়ি ফেনীর পশুরাম থানার কালিকাপুর গ্রামে। পুলিশের এই সদস্যের স্ত্রী অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। তার আরও একটি কন্যা সন্তান রয়েছে।

পুলিশ সদরদপ্তর জানায়, ফেনী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মামুনের মরদেহ গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এ নিয়ে করোনায় পুলিশে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৭ জনে। ৮ মার্চ থেকে দেশে সংক্রমণ ছড়িয়ে পড়ার পর করোনাভাইরাসে সারা দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮১ জনে। মোট শনাক্ত হয়েছে ৫৭ হাজার ৫৬৩ জন।

(ঢাকাটাইমস/৪জুন/এসএস/এইচএফ)