লিবিয়ায় মানবপাচারকারী চক্রের দুই সদস্য গোপালগঞ্জে গ্রেপ্তার

প্রকাশ | ০৪ জুন ২০২০, ১৯:৫৭

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

লিবিয়ায় মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। গত বুধবার রাতে তাদের গ্রেপ্তার করে মুকসুদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুর রহমান বিষয়টি জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন- জেলার মুকসুদপুর উপজেলার লোহাইড় গ্রামের সেন্টু সিকদার ও একই উপজেলার গোহালা ইউনিয়নের যাত্রাবাড়ি গ্রামের নারগিস বেগম।এর আগে লিবিয়ায় মানবপাচারকারীদের গুলিতে নিহত সুজন মৃধার বাবা কাবুল মৃধা মুকসুদপুর থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা করেন।

প্রসঙ্গত, গ্রেপ্তার এই মানবপাচারকারীদের খপ্পরে পড়ে গোপালগঞ্জের সুজন মৃধা ও তার মামাতো ভাই ফরিদপুরের সালতা থানার আলমপুর গ্রামের কামরুল শেখ লিবিয়ায় যায়। সেখানে তারাসহ দেশের ২৬ জন লোক মানবপাচারকারীদের গুলিতে নিহত ও বেশ কয়েকজন আহত হয়

ঢাকাটাইমস/৪জুন/পিএল