শক্তিশালী ক্যামেরার ফোন আনল স্যামসাং

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ জুন ২০২০, ২১:৫৭

শক্তিশালী ক্যামেরার ফোন আনল স্যামসাং। মডেল গ্যালাক্সি এ৩১। এই ফোনের ডিসপ্লের উপরে ওয়াটার-ড্রপ স্টাইল নচ থাকছে। ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। ৬ জিবি র‌্যাম ভেরিয়েন্টে এই ফোন অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম চলবে। এর ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেয়া হয়েছে।

ভারতে গ্যালাক্সি এ৩১ এর দাম ২১ হাজার ৯৯৯ রুপি। প্রিজম ক্রাশ ব্ল্যাক, প্রিজম ক্রাশ ব্লু ও প্রিজম ক্রাশ হোয়াইট কালারে এই মোবাইল পাওয়া যাবে। ৪ জুন থেকে সব জনপ্রিয় অনলাইন ও অফলাইন স্টোর থেকে শিরি হচ্ছে বিক্রি।

ফোনটিতে ৬.৪ ইঞ্চির সুপার অ্যামোলিড ডিসপ্লে রয়েছে। ফোনের ভিতরে থাকছে মিডিয়াটেক হেলিও পি৬৫ চিপসেট, ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ।

নতুন ফোনের পিছনে চারটি ক্যামেরা রয়েছে প্রাইমারি ক্যামেরায় রয়েছে ৪৮ মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনের ভিতরে রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।

(ঢাকাটাইমস/৪জুন/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা