ঢাকাটাইমসের খবরে ৪২ দিন পর পরিবারের লাশগ্রহণ

প্রকাশ | ০৪ জুন ২০২০, ২২:৫৯

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস

ঢাকাটাইমসে সংবাদ প্রকাশিত হওয়ায় ৪২ দিন পর বৃহস্পতিবার রাতে কিশোরের লাশগ্রহণ করেছে তার পরিবার। 

জানা যায়, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চরপাড়া (চড়ুইতলা) গ্রামের মজনু মিয়ার ১৭ বছর বয়সী ছেলে আরাফাত হোসেনকে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ময়মনসিংহ সূর্য্য কান্ত হাসপাতালে ভর্তি করানো হয়। গত ২২ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় আরাফাত মারা যায়। পরে আরাফাতের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এলেও মরদেহ তার পরিবার গ্রহণ করেনি। তাই মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়। মৃত্যুর ৪২ দিন পার হলেও মরদেহ গ্রহণ করেননি মৃতের পরিবারের সদস্যরা। আরাফাতের বাবা লিখিতভাবে ৩ জুন ছেলের লাশগ্রহণে অনিচ্ছা প্রকাশ করে আবেদনও করেন।

এই ঘটনা ঢাকাটাইমসসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হলে ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আনম ফারুক মৃত আরাফাতের পরিবারকে বিশেষভাবে অনুরোধ জানালে তারা লাশগ্রহণে রাজি হয়। 

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আরাফাতের লাশ অ্যাম্বুলেন্সযুগে ত্রিশালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৪জুন/এলএ)