বগুড়ায় শিশুসহ নতুন ৪২ জন করোনা রোগী

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ জুন ২০২০, ২৩:৩২

বগুড়ায় ৬ শিশুসহ নতুন করে ৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান তুহিন। করোনা পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর বৃহস্পতিবার রাত ৮টায় তিনি এতথ্য নিশ্চিত করেছেন।

ডেপুটি সিভিল সার্জন জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে ১৮৮টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যায়। যার মধ্যে বগুড়ার নমুনা ছিল ১৬৩টি। এরমধ্যে ২৭টির ফলাফলে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজ থেকে পাওয়া ৪২টি নমুনা পরীক্ষার ১৫টির ফলাফল পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ২৮ জন, শেরপুরে ৮ জন, গাবতলীতে ২ জন, ধুনটে ২ জন, শাজাহানপুর ও কাহালুতে একজন করে। সদরের মাটিডালীতে একই পরিবারের ৪জন রয়েছেন। এই পরিবারের আরো এক সদস্য করোনায় আক্রান্ত হয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে আইসোলেশনে রয়েছেন।

বৃহস্পতিবার পর্যন্ত বগুড়ায় মোট আক্রান্ত- ৫১৭ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৪৮ জন।

(ঢাকাটাইমস/৪জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :