উধাও সামাজিক দূরত্ব, ভাড়াও দ্বিগুণ

ঢাকাটাইমস ডেস্ক
| আপডেট : ০৫ জুন ২০২০, ০৮:২৩ | প্রকাশিত : ০৫ জুন ২০২০, ০৮:০২
গত তিন দিনে এভাবেই গাদাগাদি করে বাসে চড়েছে নগরবাসী। ছবি: সাইফুল ইসলাম

করোনায় সামাজিক দূরত্ব মানতে বাস মিনিবাসে যত সিট তার অর্ধেক যাত্রী নেবে বলে ভাড়া ৬০ ভাগ বাড়ানো হয়েছে৷ কিন্তু বাস্তবে তিন দিনের মধ্যেই সামাজিক দূরত্ব অনেকটাই উধাও হয়ে গেছে৷ আর বাস ভাড়া আদায় করা হচ্ছে দ্বিগুণ৷

একজন পরিবহন নেতা তাই বাস মালিকদের ক্ষমতাকে বলেছেন, ‘সরকারের ওপর সরকার’৷ এরই মধ্যে সংবাদমাধ্যমে ঢাকার কয়েকটি এলাকায় বাসে শতভাগ যাত্রীই শুধু নয়, বাদুড়ঝোলা যাত্রীদের যাতায়াতের ছবিও ছাপা হয়েছে৷ আর এই পরিস্থিতি সবচেয়ে বেশি চোখে পড়ছে সায়েদাবাদ, যাত্রাবাড়ি ও গুলিস্তান এলাকায়৷ সকালের দিকে কিছুটা সামাজিক দূরত্ব দেখা গেলেও বিকালে অফিস ছুটির পর পরিস্থিতি আর নিয়ন্ত্রণে থাকে না৷ যাত্রীতে বাস ভরে যায়৷ এখনো অফিস আদালত, দোকানপাট শত ভাগ খোলেনি৷ উপস্থিতিও কম৷ সামনের সপ্তাহে তাই বাসে যাত্রীদের ভিড় আরও বাড়বে৷

তালিকা না থাকায় ভাড়ায় নৈরাজ্য

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘আগেই বলেছিলাম বাসে বিশেষ করে সিটি সার্ভিসে সামাজিক দূরত্ব মানা হবে না৷ কারণ এখানে কোনো টিকিট সিস্টেম নাই৷ বাসেই নগদে ভাড়া আদায় করা হয়৷ তাই যাত্রী ওঠা নিয়ন্ত্রণ করা যায় না৷ মালিকরা আসলে করোনাকে বাস ভাড়া বাড়ানোর কৌশল হিসেবে ব্যবহার করেছে৷ তাই এখন সামাজিক দূরত্ব মানা না হলেও ঠিকই বাড়তি বাস ভাড়া আদায় করা হচ্ছে৷ এটা আর কমবে বলে মনে হয় না৷’

আর সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মো. হানিফ খোকন বলেন, ‘বাস ভাড়া আগেই মালিকরা বাড়িয়ে দিয়েছিল৷ ২০১৬ সালে যে বাস ভাড়া নির্ধারণ করা হয়েছিল তার চেয়ে ৩০-৪০ ভাগ বেশি ভাড়া তারা আগেই নিত৷ এখন যে ৬০ ভাগ বাড়ানো হয়েছে সেটা মালিকরা ওই ভাড়ার ওপরই নতুন করে নিচ্ছে৷’ তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘সিলেটের মৌলভী বাজার থেকে ঢাকার সায়েদাবাদের দূরত্ব ২০৮ কিলোমিটার৷ আগে প্রতি কিলোমিটারের ভাড়া ছিল এক টাকা ৪২ পয়সা৷ শতকরা ৬০ ভাগ বাড়লে হয় দুই টাকা ২৭ পয়সা৷ এর সঙ্গে যদি ব্রিজের টোল যোগ করা হয় ২৫টাকা তাহলে এখন যাত্রী প্রতি ভাড়া হওয়ার কথা ৪৭৫ টাকা৷ কিন্তু এখন যাত্রী প্রতি বিভিন্ন পরিবহন ভাড়া নিচ্ছে ৭৬০-৮০০ টাকা৷’

গণপরিবহন ও দূরপাল্লার বাস নতুন ভাড়ায় চারদিন ধরে চালু হলেও এখনো ভাড়ার কোনো তালিকা প্রকাশ করেনি বিআরটিএ৷ তালিকায় বিভিন্ন রুটের দূরত্ব এবং ভাড়া কত তা লেখা থাকে৷ সেটা প্রকাশ না করায় বাসে মিনিবাসে ইচ্ছেমত ভাড়া আদায় করা হচ্ছে৷ মোজাম্মেল হক চৌধুরী বলেন,‘ভাড়ার চার্ট প্রকাশ করলে দেখা যাবে ৬০ ভাগ ভাড়া বাড়ার ফলে নতুন যে ভাড়া হওয়ার কথা সেই ভাড়া আগে থেকেই আদায় করা হচ্ছে৷ ফলে চার্ট প্রকাশ করা হচ্ছে না৷ বাড়তি ভাড়ার ওপর আবার নতুন করে ৬০ ভাগ বেশি নেয়া হচ্ছে৷ বাস ভাড়ায় এখন চলছে নৈরাজ্য৷

‘গুলিস্তান থেকে ফার্মগেটের দূরত্ব পাঁচ কিলোমিটার৷ আগের হিসেবে ভাড়া হওয়ার কথা আট টাকা৷ কিন্তু আদায় করা হয়েছে ১৫ টাকা৷ এখন ৬০ ভাগ ভাড়া বাড়ানোর পর ভাড়া হবে ১৩ টাকা৷ কিন্তু আদায় করা হচ্ছে ৩০ টাকা৷ তাই বাস্তবে দ্বিগুণের বেশি ভাড়া বেড়েছে৷’

ভাড়া বাড়ানোর কোনো যুক্তি ছিল?

এই দু'জনই মনে করেন বাসের ভাড়া বাড়ানোর কোনো যুক্তি ছিল না৷ কারণ বাসের ভাড়া নিয়মের বাইরে আগেই মালিকেরা বাড়িয়েছেন৷ আর বেশ কিছু খাত আছে যাতে স্বচ্ছতা আনলে বাসের ভাড়া বাড়ানোর প্রয়োজন পড়ে না৷ মোজাম্মেল হর চৌধুরী বলেন,‘বাসের ভাড়া ২০১৬ সালে যখন নির্ধারণ করা হয় তখন ৩০ ভাগ সিট খালি রেখে নির্ধারণ করা হয়৷ ধরে নেয়া হয় ওই পরিমান সিট খালি থাকবে৷ আর প্রতিটি বাসে অনুমোদিত আসনের চেয়ে ১২ থেকে ১৫টি সিট বেশি আছে৷ ফলে এখানে প্রায় ৪০ ভাগ বাড়তি সিট পাওয়া যায়৷ এর ওপর বাস প্রতি এক থেকে দুই হাজার টাকা চাঁদা দিতে হয় দিনে৷ জ্বালানি তেলের দাম বিশ্বে এখন সর্বনিম্ন পর্যায়ে ৷ কিন্তু এখানে কমানো হচ্ছে না৷

‘সিটের হিসাব ঠিকমতো করলে, চাঁদাবাজি বন্ধ হলে এবং তেলের দাম কমালে কোনো ভাবেই ভাড়া বাড়ানোর প্রয়োজন পড়ে না৷ আর ভাড়াতো তারা আগে থেকেই বেশি নিচ্ছে৷’

এদিকে হানিফ খোকন বলেন,‘চাঁদাবাজি বন্ধ হয়নি৷ তারা বলছে এখন মাত্র স্ট্যান্ডে ৭০ টাকা চাঁদা নেয়া হয় প্রতিটি বাস থেকে৷ কিন্তু বাস্তবে এখনো ঘাটে ঘাটে চাঁদা আদায় করা হচ্ছে৷ এই যে চাঁদা, বাড়তি ভাড়া এটা শ্রমিকেরা পায় না, পায় মালিক৷ সরকার ভাড়া বাড়িয়েছে ৬০ ভাগ৷ কিন্তু বাস্তবে তারা বাড়িয়েছে ১২০ ভাগ৷ সরকার হচ্ছে সরকার আর পরিবহন মালিকেরা হচ্ছে সরকারের ওপর সরকার৷ তারা যা চায় তাই করে৷’

মলিকরা যা বলছেন

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্ল্যাহ দাবি করেন, ভাড়া কেউ বেশি নিচ্ছেন না৷ তবে দুই-এক জায়গায় হতে পারে৷ তিনি বলেন,‘প্রায় পাঁচ বছর পর বাসভাড়া বাড়ানো হয়েছে, যেখানে প্রতিবছর বাড়ানো উচিত ছিলো৷ গাড়ি, যন্ত্রাংশ সব কিছুর দাম বেড়ে গেছে৷ তাই এই ভাড়া বাড়ানোর পরও আমরা লোকসানে আছি৷ তবে সরকারের বেধে দেয়া ভাড়ার বেশি কেউ নিচেছ না৷ কোথাও কোথাও হতে পারে৷ তবে সেটা খুবই সামান্য৷ ৯৫ ভাগ ঠিক আছে৷ এটা ঢাকা শহরে দুই-এক জায়গায় হতে পারে৷ কিন্তু আমাদের নির্দেশ হলো সামাজিক দূরত্ব মানতে হবে৷ সারাদেশে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি কোনো চাঁদাবাজি করা যাবে না৷ চাঁদা বন্ধ৷’ –ডয়চে ভেলে

(ঢাকাটাইমস/০৫মে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

সীমান্তে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

ট্রেনে ঈদযাত্রা: পঞ্চম দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :