মানুষ তুই মানুষ হবি কবে: হাতি হত্যা প্রসঙ্গে রুবেল

প্রকাশ | ০৫ জুন ২০২০, ০৯:০৭ | আপডেট: ০৫ জুন ২০২০, ১০:০৩

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ভারতের কেরালায় গর্ভবতী হাতিকে বাজি ভরা আনরস খাইয়ে মেরে ফেলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম সরগরম। এই নিষ্ঠুরতার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন অনেকেই। সবারই এক দাবি, অপরাধীদের যেন কঠিনতম শাস্তি দেওয়া হয়।

এই নৃশংস ঘটনাটি নাড়া দিয়েছে রুবেল হোসেনকেও। জাতীয় দলের এই পেসারও অপরাধীদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন। 

শুধু তাই নয়, এই ঘটনায় বড় একটি প্রশ্নও রেখেছেন তিনি। মৃত হাতির বেশ কয়েকটি ছবি নিজের ফেসবুক পেজে পোষ্ট করে রুবেল প্রশ্ন করেছেন, 'মানুষ তুই মানুষ হবি কবে?'

এই প্রশ্ন রাখার আগে নিজের অনেক হতাশার কথা জানিয়েছেন রুবেল। জাতীয় দলের এই ক্রিকেটার লিখেছেন, 'বেশি কিছু লেখার ক্ষমতা নেই। কী-ই বা বলবো!'

‘১৫ বছরের অন্তঃসত্ত্বা হাতিটিকে কেরালার মানুষরা যেভাবে হত্যা করেছে, তাতে কিছু কি বলা সাজে? আনারসের মধ্যে বাজি পটকা ভরে নৃশংস হত্যা! আর অবলা হাতিটি নিজের বাচ্চাকে বাঁচাতে পুকুরে গেল, যেন পেটের বাচ্চাটার ক্ষতি না হয়। যতই হোক, মা তো। কিন্তু শেষ রক্ষা হয়নি।’

কেরালার মানুষদের শিক্ষার মান নিয়ে প্রশ্ন না তুললেও মনুষ্যত্বকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রুবেল, ‘কেরালার মানুষরা কতটা শিক্ষিত-অশিক্ষিত, সে প্রশ্ন থাক। প্রশ্নটা উঠুক মানুষের মনুষ্যত্ব নিয়ে। করোনার ভ্যাকসিন হয়তো তৈরি হবে কোনোদিন, জীবন যুদ্ধে মানুষ আরও একধাপ এগিয়ে যাবে। কিন্তু মানবিকতার দিক থেকে আমরা একদম তলানিতে পৌঁছে যাবো না তো?’

অপরাধীদের কঠিনতম শাস্তির দাবি জানিয়ে রুবেল সর্বশেষ লিখেছেন, ‘এই ধরনের নিকৃষ্টতম বীভৎসতা কেবলমাত্র মানুষের পক্ষেই দেখানো সম্ভব। এসব ইতরদের শাস্তির আওতায় আনুন, না হলে জনগণের সামনে ছেড়ে দেন। এরপরও মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব বলে দাবি করে?’

‘আমরা এই পৃথিবীর দাবিদার নই। যে অন্যায়, যে অবিচার ক্রমশ মানুষ করে যাচ্ছে, তার শাস্তি অবশ্যই পাবে। প্রকৃতি কারও ঋণ রাখে না। সৃষ্টিকর্তা সব সুদে-আসলে ফেরত দিয়ে দেয়। আজ যে পৃথিবীর এই অবস্থা, সেটার জন্যও মানুষই দায়ী। মানুষের বিনাশ অনিবার্য।’

(ঢাকাটাইমস/০৫ জুন/এআইএ)