করোনায় মারা গেলেন আরেক বিশেষজ্ঞ চিকিৎসক

প্রকাশ | ০৫ জুন ২০২০, ০৯:৩৭ | আপডেট: ০৫ জুন ২০২০, ০৯:৫৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যুর মিছিল শুধু দীর্ঘই হচ্ছে। এবার ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এসএএম গোলাম কিবরিয়া।

বৃহস্পতিবার রাত একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বুধবার থেকে আইসিইউতে ছিলেন।

বিএসএমএমইউ'র ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস (এফডিএসআর) জানিয়েছে, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৮ জন চিকিৎসক মারা গেছেন। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও পাঁচ চিকিৎসক। এছাড়াও আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৭ জন।

এদিকে দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গতকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা  ৫৭ হাজার ৫৬৩ জন। আর মৃত্যুর সংখ্যা ৭৮১ জন।

বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৯৩ হাজার ১৪২ জনে এবং আক্রান্তের সংখ্যা ৬৬ লাখ ৯৮ হাজার ৩৭০ জন।

(ঢাকাটাইমস/০৫জুন/জেবি)