৪০টি নিম্নবিত্ত পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জুন ২০২০, ০৯:৪৯

করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ৪০ নিম্নবিত্ত পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘করোনা ভলান্টিয়ার্স নেটওয়ার্ক’।

বৃহস্পতিবার দিনে ও রাতে রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে পূর্ব শনাক্ত এসব পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেয় সংগঠনের ঢাকা শাখার স্বেচ্ছাসেবকরা।

এবিষয়ে সংগঠনটির সমন্ময়ক দলের সদস্য পারভেজ হাসান সুমন বলেন, ‘নাম প্রকাশে অনিচ্ছুক ধানমন্ডি গ্রিন রোডের বাসিন্দা তার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের মাঝে খাদ্য বিতরণ করে থাকেন। কিন্তু এবার করোনার প্রকোপ থাকায় পারিবারিক এ আয়োজন পারিবারিকভাবে পরিচালনা সম্ভব হয়নি। করোনা ভলান্টিয়ার্স নেটওয়ার্কের সহযোগিতায় মোহাম্মাদপুরের বেড়িবাঁধ সংলগ্ন পেশা হারানো নিম্নমধ্যবিত্ত ৪০ পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।’

সুমন বলেন, ‘বাংলাদেশে কোভিড-১৯ ভাইরাস সংক্রমণ শুরু থেকেই ঢাকার নানান স্থানে আক্রান্ত রোগী ও রোগীর পরিবারকে আমাদের কুইক রেস্পন্স টিম এর মাধ্যমে খাবার, ওষুধ পৌঁছিয়ে দেয়ার মাধ্যমে সেবা দিয়ে আসছে। একই সঙ্গে সারা দেশের অর্থনৈতিক বিপর্যস্ত মধ্যবিত্ত ও নিম্নবিত্ত অসংখ্য পরিবারকে নানান ব্যক্তি ও দাতা সংস্থার সহযোগিতায় প্রয়োজনীয় খাদ্য, ইফতার, ওষুধ, পিপিই ও হ্যান্ড স্যানিটাইজারসহ নানান প্রয়োজনীয় সেবা পৌঁছে দিয়েছি।’

(ঢাকাটাইমস/০৫জুন/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :