টাইগারদের অনুশীলন সুবিধা দিল বিসিবি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জুন ২০২০, ১২:৪৬

করোনা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হলেও এরইমধ্যে মাঠে ক্রিকেট ফেরাতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বিভিন্ন ক্রিকেট বোর্ডগুলো। করোনকালীন আপদ না কাটলেও সবাই ক্রিকেটে ফিরলে বাংলাদেশকেও একই পথে হাঁটতে হবে। ক্রিকেট শুরু করার পূর্ব শর্ত হলো ক্রিকেটারদের ফিটনেস। ঘরবন্দী অবস্থায়ও টাইগার ক্রিকেটারদের কেউ কেউ নিজেদের ফিটনেসের খেয়াল রাখলেও এভাবে আর কতোদিন। তাই খেলোয়াড়দের জন্য দেশের চারটি জায়গায় খুলে দেওয়া হবে অনুশীলন সুবিধা।

দীর্ঘদিন ক্রিকেট বন্ধ থাকার পর অবশেষে চলতি বছরের জুলাইয়ে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের সিরিজ দিয়ে মাঠে ফিরছে ক্রিকেট। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলেও বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডগুলো দর্শকহীন মাঠেই ক্রিকেট ফেরাতে চাইছে। সেই চিন্তা মাথায় রেখেই খেলোয়াড়দের ফিটনেস ফেরাতে দেশের চার জায়গায় অনুশীলন সুবিধা খুলে দেওয়ার ঘোষণা দিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘খেলোয়াড়দের ফিটনেস ফেরাতে ঢাকা, সিলেট, রাজশাহী ও কক্সবাজারে অনুশীলনের ব্যবস্থা করেছি। খেলোয়াড়রা চাইলেই সেখানে গিয়ে অনুশীলন করতে পারেন।’

এসব জায়গায় বিসিবির আওতাধীন মাঠ, জিম ও অন্যান্য অনুশীলন সুবিধা ব্যবহার করতে পারবেন জাতীয় দল ও জাতীয় দলের আশপাশের ক্রিকেটাররা। তবে সে জন্য মানতে হবে স্বাস্থ্যবিধি ও বিসিবির বেঁধে দেওয়া নিয়মকানুন।

অনেক খেলোয়াড়রা বাড়িতে বসে নিজেদের ফিটনেস ঠিক রাখার চেষ্টা করছেন। তবে সবার বাড়িতে জিমনেশিয়াম কিংবা অনুশীলনের সুব্যবস্থা না থাকার বিষয়টি মাথায় রেখে বিসিবির এই চিন্তা। নিজাম উদ্দিন বলেন, ‘সবার তো বাসায় জিম–সুবিধা নেই, অনুশীলন করারও উপায় নেই। সে জন্য কয়েকজন ক্রিকেটার আমাদের বলেছে, তারা মাঠে গিয়ে অনুশীলন করতে চায়। কিন্তু করোনা পরিস্থিতিতে হুট করে এ ব্যবস্থা করা সম্ভব নয়। আমরা সব রকম স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে ক্রিকেটারদের সীমিত পরিসরে অনুশীলন–সুবিধা দিতে যাচ্ছি।’

দেশের চার জায়গায় অনুশীলন ব্যবস্থার প্রক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি বলেন, ‘খেলোয়াড়রা পৃথকভাবে একজন করে ঘন্টাখকানেকের জন্য অনুশীলন করবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে খেলোয়াড়দের সংখ্যাও বাড়ানো হতে পারে।’

(ঢাকাটােইমস/০৫ জুন/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :