ইনস্টাগ্রাম থেকেই খাবার অর্ডার করা যাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জুন ২০২০, ১৩:০৪

ইনস্টাগ্রামে স্টিকার দিয়েই খাবার অর্ডার করা যাবে। এই সেবা চালু হয়েছে ভারতে। এজন্য দেশটির খাবার অর্ডারকারী ওয়েবসাইট সুইগি এবং জোমাটের সঙ্গে একজোট হয়ে এই সেবা এনেছে ইনস্টগ্রামে।

ভারতে দীর্ঘদিন লকডাউন চলার পর খুলে দেয়া হয়েছে রেস্তোরাঁ। এসব রেস্তোরাঁর খাবার ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করে ঘরে বসেই উপভোগ করা যাবে। খাবার অর্ডার সহজ করতে স্টিকার সেবা আনল ইনস্টাগ্রাম।

ইনস্টাগ্রাম স্টোরিজ থেকে স্টিকারের মাধ্যমেই নতুন খাবার অর্ডারের সুযোগ মিলছে। তবে এই সুবিধা কেবলমাত্র ভারতেই মিলবে। যেসব প্রতিষ্ঠান ফুড হোম ডেলিভারি দেবে তাদেরকে ভারত সরকারের করোনভাইরাসের লকডাউনের নিয়মনীতি মেনে ব্যবসা পরিচালনা করতে হবে।

(ঢাকাটাইমস/৫মে/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা