তেল সাশ্রয়ী বাইক এইচএফ ডিলাক্স কিক ভার্সনে এলো

প্রকাশ | ০৫ জুন ২০২০, ১৩:৪০

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস

ভারতে কিক স্টার্ট ভার্সনে এলো বিএস স্কিস হিরো এইচএফ ডিলাক্স। নতুন এই মোটরসাইকেলের দাম ৪৭ হাজার ৮০০ রুপি। কিক স্টার্ট ভার্সনে নতুন এই মোটরসাইকেলে অ্যালয় হুইল দিয়েছে কোম্পানি।

গত বছর ডিসেম্বরে ইলেকট্রিক স্টার্ট ভার্সনে এই মোটরসাইকেল বাজারে এসেছিল।

নতুন ইঞ্জিনে সর্বোচ্চ ৭.৯৪ বিএইচপি শক্তি পাওয়া যাবে। সঙ্গে থাকছে ৮.০৫ নিউটন মিটার টর্ক। ভারতের জয়পুরে এই মোটরসাইকেল ডিজাইন করেছে হিরো।

১০০ সিসির সেগমেন্টে ভারতের বাজারে ৬০ শতাংশ দখল করে রয়েছে হিরো। এই সেগমেন্টে কোম্পানির সবথেকে বড় প্রতিযোগী বাজাজ সিটি ১০০।

নতুন বিএস সিক্স হিরো এইচএফ ডিলাক্সে নতুন গ্রাফিক্স ব্যবহার হয়েছে। পাঁচটি রঙে এই ১০০ সিসির কমিউটার মোটরসাইকেল পাওয়া যাবে।

(ঢাকাটাইমস/৫মে/এজেড)